বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ - Buro Bangladesh Job Circular 2021 - বুরো বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - Buro Bangladesh Job Circular 2021
বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ উন্নয়ন সহযোগি Opportunity International Australia এর সহযোগিতায় টাঙ্গাইল জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে “মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী” বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলার বিভিন্ন শাখায় বেশ কিছু Health Supervisor পদে জরুরীভিত্তিতে লোক নিয়োগ করা হবে। নিম্নে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী উল্লেখ করা হলোঃ
পদের নামঃ হেলথ সুপারভাইজার
পদ সংখ্যাঃ ২০ টি
চাকুরীর ধরনঃ চুক্তিভিত্তিক
কর্মস্থলঃ টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার অন্তর্ভুক্ত বুরো বাংলাদেশের যে কোনো শাখা কার্যালয়।
বেতনঃ সর্ব সাকুল্যে ১৫,০০০/= টাকা এছাড়া সংস্থার নিয়ম ও প্রকল্প বরাদ্ধ অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ সরকারি অথবা বেসরকারি Medical Assistant Training School (MATS) অথবা Institute of Health Technology (IHT) থেকে Diploma in Medical Faculty (DMF) সনদধারী।
অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী
বুরো বাংলাদেশ
BURO Bangladesh
বেসরকারী উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ উন্নয়ন সহযোগি Opportunity International Australia এর সহযোগিতায় টাঙ্গাইল জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নে “মৌলিক স্বাস্থ্য শিক্ষা কর্মসূচী” বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলার বিভিন্ন শাখায় বেশ কিছু Health Supervisor পদে জরুরীভিত্তিতে লোক নিয়োগ করা হবে। নিম্নে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী উল্লেখ করা হলোঃ
পদের নামঃ হেলথ সুপারভাইজার
পদ সংখ্যাঃ ২০ টি
চাকুরীর ধরনঃ চুক্তিভিত্তিক
কর্মস্থলঃ টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার অন্তর্ভুক্ত বুরো বাংলাদেশের যে কোনো শাখা কার্যালয়।
বেতনঃ সর্ব সাকুল্যে ১৫,০০০/= টাকা এছাড়া সংস্থার নিয়ম ও প্রকল্প বরাদ্ধ অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ সরকারি অথবা বেসরকারি Medical Assistant Training School (MATS) অথবা Institute of Health Technology (IHT) থেকে Diploma in Medical Faculty (DMF) সনদধারী।
অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী
- বয়স সর্বোচ্চ ৩৫ বছর
- স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মসূচিতে কমপক্ষে ২-৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা
- কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে
- প্রত্যন্ত এলাকায় অবস্থান করে কাজ করতে হবে এবং বাই সাইকেল চালিয়ে কাজ করা বাধ্যতামূলক
- স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে
- অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বাস্তব অভিজ্ঞতাবিহীন প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।
আবেদন পত্র পাঠানোর নিয়ম:
উপরে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত, ০২ কপি রঙিন ছবি (জীবন বৃত্তান্তের ডান পাশে), জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি সংযুক্ত করে বাড়ী নং ১২/এ, রোড নং ১০৪, ব্লক সিইএন(এফ), গুলশান-২, ঢাকা-১২১২ এই ঠিকানায় ২০ সেপ্টেম্বর , ২০২০ তারিখের মধ্যে প্রেরণ করতে হবে।
“নিয়োগের ক্ষেত্রে বুরো বাংলাদেশ সম অধিকারে বিশ্বাস করে"
সমন্বয়কারী-মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ
সূত্রঃ বিডিজবস
Comments
Post a Comment
Waiting for your replied