রিটেইল আউটলেট-এ বিক্রয়কর্মী (নারী) নিয়োগ করা হবে।
- কোম্পানি/নিয়োগকারী
- Apex Footwear Limited
- চাকরির ধরন
- ফুলটাইম
- ন্যূনতম যোগ্যতা
- এসএসসি / ও লেভেল
- সর্বোচ্চ বয়স
- ২৫
- জেন্ডার অগ্রাধিকার
- নারী
- আবেদন করার শেষ সময়
- ২০১৯-০৫-০৫
এপেক্স এর রিটেইল স্টোর-এর একজন বিক্রয়কর্মী হিসেবে আপনি নির্দিষ্ট ক্যাটেগরির বিক্রয় বৃদ্ধির জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন এবং সম্মানিত গ্রাহকগণের কাছে এপেক্স এর ব্র্যান্ড মূল্য ও সুনাম অক্ষুণ্ণ রাখতে আপনি সর্বদা সচেষ্ট থাকবেন।
এই পদের মূল দায়িত্বসমূহ নিম্নরূপঃ
- বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা
- সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা
- ক্যাটেগরি-ভিত্তিক স্টক সাজিয়ে রাখা
- আগের পণ্য আগের বিক্রি (FIFO) পদ্ধতিতে পণ্য বিক্রি করা
- শেলফ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও পণ্য ঠিকভাবে সাজিয়ে রাখা
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতাঃ
- সকল আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে ও কমপক্ষে ১৮ বছর পূর্ণ হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম SSC বা সমমানের ডিগ্রী থাকতে হবে।
- বিশেষ দক্ষতাঃ যোগাযোগের দক্ষতা ও সেবার মানসিকতা সম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবে।
Comments
Post a Comment
Waiting for your replied