চাকরির অবস্থান - ঢাকা
কোম্পানি/নিয়োগকারী - এলিট প্রোটেকশন স্পেশালিস্ট লিমিটেড ঃ
চাকরির ধরন - ফুলটাইম
ন্যূনতম যোগ্যতা - প্রাথমিক শিক্ষা
ইন্ডাস্ট্রি - সিকিউরিটি সার্ভিস
ফাংশন - নিরাপত্তা
পদের নাম - সহঃসুপারভাইজার
বেতন (প্রতি মাসে) - ৳ ১২,০০০ - ১৩,০০০
খালি পদের সংখ্যা - ৩০
সর্বোচ্চ বয়স - ৪০
জেন্ডার অগ্রাধিকার - পুরুষ
দক্ষতা - দক্ষতা লাগবে না
প্রয়োজনীয় অভিজ্ঞতা (বছর) - ০
কাজের বিবরণী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
গভঃ রেজি নংঃ- ১৪৮০৭৬
সরাসরি কোম্পানিতে লোক নেওয়া হচ্ছে।
স্থায়ী ভাবে যে কোন জেলার যে কোন বয়সের শিক্ষিত /অল্প শিক্ষিত লোক নেওয়া হচ্ছে।
যোগ্যতাঃ- প্রাথমিক শিক্ষা থেকে ৮ম শ্রেনী পর্যন্ত।
সুবিধা সমুহঃ
১।ওভারটাইম এর সু ব্যবস্থা আছে।
২। ঈদে ফুল বোনাস প্রদান করা হয়।
৩।শুক্রবার দিন ছুটি দেওয়া হয়।
৪।থাকা সম্পুর্ণ ফ্রি।
৫।শর্ত সাপেক্ষে খাবারের ব্যবস্থা আছে।
৬।কর্ম দক্ষতার উপর পদোন্নতি এবং বেতন বৃদ্ধি করা হয়।
৭।প্রয়োজনে ছুটি দেওয়া হয়।
৮।প্রতি মাসের ৫-৬ তারিখ এর মধ্যে বেতন প্রদান করা হয়।
৯। কোন ঘুষ বা জামানতের প্রয়োজন নাই।
*****প্রয়োজনীয়তা*****
>>> শিক্ষাগত যৌগ্যতার সার্টিফিকেট এর ফটোকোপি।
>>>চেয়ারম্যান সার্টিফিকেট।
>>>জন্মনিবন্ধন /ভোটার আই ডি কার্ড এর ফটোকপি।
>>>২কপি পাসপোর্ট সাইজ ছবি।
ঠিকানাঃ
যমুনা ফিউচার পার্ক এর মেইন গেটের বীপরিত পাশে ,নেওয়াজ ভিলা , ১ম তলা ।
বিঃদ্রঃ যদি কাগজপত্র সঠিক থাকে তাহলে আসামাত্র ই কাজে যোগদানের ব্যবস্থা করে দেওয়া হবে।
প্রয়োজনে কল করুন
Comments
Post a Comment
Waiting for your replied