09 April 2019

৩৯৪ জনকে নিয়োগ দেবে মিনিস্টার হাইটেক পার্ক


সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাইটেক পার্ক। কোম্পানিটির পাঁচটি বিভাগে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা উক্ত পদগুলোর জন্য আবেদন করতে পারেন।

পদের নামঃ সেফটি অ্যান্ড ফায়ার অফিসার, অপারেটর/ সহকারী অপারেটর, টেকনিশিয়ান (মেকানিক্যাল)/ ইলেকট্রিক্যাল (পিএলসি), অ্যাসসেম্বলার/ সহকারী অ্যাসসেম্বলার  এবং সিকিউরিটি।

পদসংখ্যাঃ এসব পদে মোট ৩৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতাঃ যেকোনো বিশ্ববিদ্যালয় বা ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে স্নাতক, সমমান বা ডিপ্লোমা ইন মেকানিক্যাল/ আরএসি/ ইলেকট্রিক্যালসহ উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। কিছু কিছু পদে আবেদনের জন্য প্রার্থীর পূর্ববর্তী কাজের ন্যূনতম এক-দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।  মাইক্রোসফট অফিসে জ্ঞান থাকতে হবে। প্রার্থীর আবেদনের বয়সসীমা ন্যূনতম ২৮ থেকে অনূর্ধ্ব ৪০ বছর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

বেতন ও সুবিধাদিঃ বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার জন্য নিম্নোক্ত ঠিকানায় উপস্থিত হতে হবে।

ঠিকানা : মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিকস লিমিটেড, ৩৩৭ নারায়ণপুর, পোঃ কাশিগঞ্জ, থানাঃ ত্রিশাল, জেলা ময়মনসিংহ।

আবেদনের সময়সীমাঃ আগ্রহী প্রার্থীরা ২ থেকে ১৫ এপ্রিল, ২০১৯ পর্যন্ত সময়ে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

সূত্রঃ আমাদের সময়, ১ এপ্রিল, ২০১৯

বিস্তারিত বিজ্ঞপ্তিতে...

No comments:

Post a Comment

Waiting for your replied

Categories

বাংলাদেশ বিমানবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি (4) বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (2) বিদেশের ভিসা ও চাকরির খবর (99) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি (18) বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (39) বেসরকারি চাকরির খবর (894) ব্যাংকের চাকরির খবর (16) মেডিক্যাল ও ফার্মাসিউটিক্যালস (149) রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি (10) শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ (224) সরকারি চাকরির খবর (1731) সাপ্তাহিক কর্মক্ষেত্র পেপার (2) সাপ্তাহিক কর্মসংস্থান পেপার (2) সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা (433) সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা (82) সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা (26) সিকিউরিটি গার্ড/সুপারভাইজার (116) সিটি কর্পোরেশন চাকরির খবর (6) সেনাবাহিনী চাকরির খবর (12)

ads