অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি ব্যাংক লিমিটেড। প্রতিষ্টানটির "রিলেশনশীপ অফিসার, স্মল বিজনেস" পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ১২ই মে ২০১৯ ইং পর্যন্ত।
পদের নামঃ
- রিলেশনশীপ অফিসার, স্মল বিজনেস
- নির্দিষ্ট নয়
- লোন বিতরন ও সংগ্রহ এর মাসিক লক্ষ অর্জন করা।
- মান পোর্টফোলিও রক্ষনাবেক্ষন করা।
- লোন প্রস্তাবনা তৈরি এবং এন্টারপ্রাইজের প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করা।
- বরোয়ার এর ক্রেডিট অর্থিনেস মূল্যায়ন করতে আর্থিখ অবস্থান বিশ্লেষণ করা (লাভ ও ক্ষতি হিসাব, ব্যালেন্স শীট, ক্যাশ প্রবাহ এবং অনুপাত)।
- ক্লাইন্টকে প্রয়োজনীয় মানসম্মত সেবাদান করতে হবে।
- ক্লাইন্টের সাথে উত্তম অফিসিয়াল সম্পর্ক রক্ষা করতে হবে।
- উদ্দোগ, গ্যারান্টার ও অন্যান্য সিকুরিটি বিশ্লেষণ করতে হবে।
- আপনার ইউনিট এর সকল ক্লাইন্টের সাথে উত্তম / আন্তরিক সম্পর্ক রক্ষা করা এবং স্থানীয় প্রশাসন এর সাথে সম্পর্ক রাখা বিশেষ করে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট ।
- অফিস ফাইল ও রেজিস্ট্রার আপডেট ও তত্ত্বাবধান করা।
- ক্লায়েন্ট একাউন্টে ক্লায়েন্ট চেক / ক্যাশ জমা নিশ্চিত করা। (যদি বা যখন ইউনিট অফিস এ আনা হয়)।
- যে একাউন্ট নিয়ে ডিল করা হয় তার ইন্সটলমেন্ট ট্রান্সফার রক্ষনাবেক্ষণ করা।
- নির্ধরিত ম্যনেজমেন্ট এর পর্যায়কালীন রিপোর্টিং নিশ্চিত করা।
- প্রয়োজনমত নির্ধারিত অন্য যে কোন কাজ করা।
- মিটিং এবং অন্যান্য ফোরামে অংশ গ্রহন করতে হবে।
- ০ ভাগ প্রতিকুল অডিট মতামত নিশ্চিত করা।
- ফুল টাইম
- স্নাতক ৪ বছরের অথবা স্নাতকোত্তর যে কোন বিষয়ে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন।
- সর্বনিম্ন ২ বছর
- এসএমই ব্যাংকিং
- কাস্টমার সেবার মূলনীতি জ্ঞান থাকা।
- প্রাসঙ্গিক কম্পিউটার দক্ষতা থাকা।
- উত্তম আন্তব্যাক্তিগত যোগাযোগ দক্ষতা।
- উত্তম বিক্রয় দক্ষতা থাকতে হবে।
- উত্তম প্রাতিষ্ঠানিক ও ব্যবস্থাপনা দক্ষতা থাকতে হবে।
- উত্তম বিশ্লেষণী যোগ্যতা থাকতে হবে।
- সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান দক্ষতা থাকতে হবে।
- কুমিল্লা, কুষ্টিয়া, গাজীপুর, চুয়াডাঙ্গা, চাঁদপুর, ঝিনাইদহ, ঠাকুরগাঁও, মেহেরপুর, শরীয়তপুর, গাজীপুর (টঙ্গী ), ঢাকা (নবাবগঞ্জ), নওগাঁ (মহাদেবপুর), নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ), পিরোজপুর (স্বরূপকাঠি), মুন্সিগঞ্জ (শ্রীনগর)
- আলোচনা সাপেক্ষ
- Provident fund
- ২টি ( বার্ষিক )
রিজিউমি গ্রহণের উপায়
আবেদনের শেষ তারিখ: মে ১২, ২০১৯
দি সিটি ব্যাংক লিমিটেড
ঠিকানা: হাউজ সিইএন (সি) ১১, এভিনিউ ১৩৬ (লেভেল - ৪), গুলশান - ২, ঢাকা।
ওয়েব: www.thecitybank.com
Comments
Post a Comment
Waiting for your replied