ড্রাইভার পদে চাকরির দিচ্ছে মিল্কি আইসক্রিম ইন্ডাস্ট্রিজ - ড্রাইভার নিয়োগ - ড্রাইভার চাকরির - ড্রাইভার জব
ড্রাইভার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিল্কি আইসক্রিম ইন্ডাস্ট্রিজ। মিল্কি আইসক্রিম ইন্ডাস্ট্রিজ ৮ জন ড্রাইভার নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন আগামী ৩১ জুলাই ২০২০ পর্যন্ত।
পদের নামঃ ড্রাইভার
পদসংখ্যাঃ ৮ জন
চাকরির ধরনঃ স্থায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ ড্রাইভিং দক্ষতা
কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন জায়গা
বেতনঃ ৯ হাজার থেকে ১০ হাজার টাকা
চাকরির দায়িত্বসমূহ
পদের নামঃ ড্রাইভার
পদসংখ্যাঃ ৮ জন
চাকরির ধরনঃ স্থায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ ড্রাইভিং দক্ষতা
কর্মস্থলঃ বাংলাদেশের যে কোন জায়গা
বেতনঃ ৯ হাজার থেকে ১০ হাজার টাকা
চাকরির দায়িত্বসমূহ
- জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে গাড়ি চালানো
- রাস্তার অবস্থার সাথে মানানাসই গতি, ট্রাফিক আইন মেনে চলা, স্পিড লিমিট এবং ব্রেকিং এর দূরত্ব বজায় রাখা
- গাড়ির যাবতীয় কাগজপত্র যথা: লগবুক, ব্লু বুক, ট্যাক্স টোকেন, ইন্সুরেন্স, রুট পারমিট যথাযথ ভাবে নবায়ন এবং গাড়িতে সংরক্ষণ করা
- গাড়িকে সব সময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখা
- প্রতি ট্রিপের জন্যে পর্যাপ্ত ফুয়েল রাখা নিশ্চিত করা
- গাড়ির জ্বালানী খরচ পর্যবেক্ষণ করে যথাসম্ভব খরচ হ্রাস করা
- নির্ধারিত পদ্ধতি অনুসারে যান বাহনের যত্ন নিশ্চিত করা এবং ট্রান্সপোর্ট হেড নিকটে কোন সমস্যার জন্যে রিপোর্ট করা
- গাড়ি চালনার পূর্বে চেক লিস্ট অনুযায়ী সকল জিনিসপত্র ঠিকমত আছে কি না তা পরীক্ষা করা
- সর্বদা গাড়ির চলাচলের তথ্য প্রতিষ্ঠানের লগবুকে রেকর্ড করা
- দুর্ঘটনাক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ম মেনে চলা
- যেকোন ধরনের রাস্তায় গাড়ি চালনায় দক্ষ হতে হবে
- ট্রাফিক আইন এবং বিভিন্ন সংকেত সম্পর্কে অবগত থাকতে হবে
- গাড়ির যন্ত্রাংশ সম্পর্কে ধারণা রাখতে হবে
- গাড়ির ছোটখাটো যান্ত্রিক সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে
- কর্মক্ষেত্রে ও আশপাশের এলাকার রাস্তা নিয়ে ধারণা রাখতে হবে
- যেকোন ধরনের পরিস্থিতিতে ঠাণ্ডা মাথায় দ্রুত সিদ্ধান্ত নিতে গাড়ি চালাতে হবে
- দীর্ঘক্ষণ গাড়ি চালাবার অভ্যাস থাকতে হবে
অভিজ্ঞতা
- ৪ থেকে ৬ বছর
- অভিজ্ঞতার ক্ষেত্র:
- Driving
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
- বয়স ২৪ থেকে ৪৫ বছর
- শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন
- D/L - ড্রাইভিং লাইসেন্স
- I/C - ইন্সুরেন্স সার্টিফিকেট
কোম্পানীর সুযোগ সুবিধাদি
- ছরে দুইটা ঈদ বোনাস
- থাকার সুবিধা। .
- ফোন ক্রেডিট ভাতা।
- অন্য সুযোগ সুবিধা কোম্পানির নীতি অনুসারে।
আবেদনের ঠিকানা
আমাদের অফিসের ঠিকানায় হার্ড কপি প্রেরন করুন নতুন রাস্তার মোড়, দৌলতপুর, খুলনা -৯২০২, বাংলাদেশ, অথবা সরাসরি যোগাযোগ করুন 017-11409057 .
বিশেষ দ্রষ্টব্য ড্রাইভের অবশ্যই খুলনায় স্থানীয় হতে হবে।
ইমেইল
আপনার জীবনবৃত্তান্ত যেখানে পাঠাবেন officialmilki@gmail.com অথবা মাই বিডিজবসের মাধ্যমে পাঠাতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২০
সূত্রঃ বিডিজবস ডটকম ড্রাইভার চাকরি
Comments
Post a Comment
Waiting for your replied