বাংলাদেশ থেকে সার্ভে করে আয় - ySense থেকে অনলাইন সার্ভে করে আয় করুন - Earn Surveys from Bangladesh - Earn Online Surveys from ySense - রেফার করে টাকা ইনকাম করার অ্যাপ 2023 - বিডি জবস - BD JOBS
আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের অনলাইন ইনকাম করার আরো একটি নতুন আর্টিকেল বা আইডিয়ার মধ্যে স্বাগতম জানাই।
আজকে আমরা জানবো যে আপনি কিভাবে অনলাইন সার্ভে করে আয় করতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটার থেকে।
আজকে আমরা যেই সার্ভে ওয়েবসাইটটির বিষয়ে জানবো তার নাম হল ySense, এটি একটি অনলাইন পিটিসি পেইড সার্ভে সাইট।
আর আপনাদের এই সাইটটি সুপারিশ করার কারণ হল ySense একটি পুরানো, জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য সার্ভে সাইটগুলির মধ্যে একটি।
আর এই সাইটটির আরো একটি ভালো দিক হল আপনি এখানে শুধু সার্ভেই না মাল্টিপেল উপায়ে আয় করতে পারবেন।
অর্থাৎ আয়ের উপায় যত বেশি ইনকামের পরিমাণও ততো বেশি হবে। আপনি হয়তো জেনে অবাক হবে যে,
একজন নতুন ySense ব্যবহারকরি প্রতিদিন কম করে ৫ ডলার সহজেই আয় করতে পারবে বিভিন্ন সার্ভে ও টাস্ক ইত্যাদি করার মাধ্যমে।
আর যারা এই সাইটে চার পাঁচ মাস ধরে কাজ করে আসছে তারা খুব সহজেই প্রতিমাসে ৪০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত আয় করছে।
চলুন আমরা এবার জেনেনি কিভাবে ySense একাউন্ট তৈরি করবো এবং কি কি উপায়ে ySense থেকে আয় করতে পারবো।
এখানে ক্লিক করে রেজিষ্টেশন করুন
ySense একাউন্ট যেভাবে তৈরি করবেন
ওয়াইসেন্স থেকে অনলাইন সার্ভে করে আয় করার আগে অবশ্যই আপনাকে এখানে একটি নিজের একাউন্ট তৈরি করতে হবে।
তো চলুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনেনি ওয়াইসেন্স একাউন্ট তৈরির প্রক্রিয়াটি।
১. সবার প্রথমে একাউন্ট তৈরির পেজে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন।
এরপর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এখানে আপনার ইমেইল ও পাসওয়ার্ড প্রদান করে “Join Now” ক্লিক করুন।
ySense অনলাইন সার্ভে করে আয় করার ওয়েবসাইট
২. Join Now-এ ক্লিক করার পর আপনার সামনে আরেকটি পেজ আসবে এখানে আপনার ফার্স্ট এবং লাস্ট নাম প্রদান করে “Next Step” ক্লিক করুন।
৩. এরপর আপনাকে ইউসার নাম নির্বাচন করতে হবে। আপনার পছন্দ মতো ইউসার নাম প্রদান করে “Complete” ক্লিক করুন।
৪. Complete-এ ক্লিক করার পর আপনার সামনে ওয়াইসেন্সর ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে।
এখন আপনি ySense একাউন্ট তৈরির করতে যেই ইমেইল আইডি ব্যবহার করছেন সেখানে একটি ভেরিফিকেশন ইমেইল আসবে।
তাই আপনার ইমেইল ইনবক্সে গিয়ে মেইলটি ওপেন করে “Confirm email address” ক্লিক করুন।
ysense ইমেল কন্ফার্ম
ySense Email confirmation
৫. Confirm email address এর মধ্যে ক্লিক করার পর আপনি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে ySense এর সার্ভে পেজের মধ্যে চলে আসবেন।
এখানে আপনাকে শেষ যে ধাপটি পূরণ করতে হবে তা হল আপনার প্রোফাইলটি সেটআপ করার মাধ্যমে সার্ভারগুলি আনলক করতে হবে।
তাই “Unlock Survey” তে ক্লিক করুন এবং নিজের কিছু বেক্তিগত তথ্য প্রদানের মাধ্যমে আপনার প্রোফাইলটি সেটআপ করুন।
Unlock your survey profile
আপনার প্রফাইলটি কমপ্লিট হয়ে গেলে আপনি সম্পূর্ণ ভাবে তৈরি হয়ে হবেন বিভিন্ন টাস্ক, অফার এবং সার্ভে করে ইনকাম করার জন্য।
চলুন এবার আমরা জেনেনি ySense থেকে আমরা কি কি উপায়ে আয় করতে পারবো বা কিভাবে ব্যবহার করবো।
কি কি উপায়ে ySense থেকে আয় করতে পারবেন
যেরকমটি আমি আগেই আপনাদের বলেছি যে ySense থেকে অনলাইন সার্ভে করে আয় ছাড়াও আরো বিভিন্ন উপায়ে আয় করতে পারবেন।
আপনি বিশেষত এই পিটিসি পেইড সার্ভে ওয়েবসাইটটি থেকে চারটি উপায়ে আয় করতে পারেন যেরকম,
যেভাবে ysense থেকে অনলাইন সার্ভে করে আয় করার পাশাপাশি অন্য উপায়েও আয় করবেন
যে চারটি উপায়ে ySense থেকে আয় করবেন
১. পেইড সার্ভে করে ইনকাম
প্রথমত অনলাইন সার্ভে করে আয় করার করার জন্য ySense অবশ্যই অন্যান্য পিটিসি সার্ভে ওয়েবসাইট গুলির থেকে ভালো।
কারণ আপনি এখানে ২৪ ঘন্টা সার্ভে অভিলেবেল পাবেন তার সাথে সার্ভে প্রতি আয়ের পরিমাণও আপনি অনেকেই ভালো পাবেন।
আপনি এখানে ০.১০ ডলার থেকে শুরু করে ৮ ডলারের সার্ভেও পাবেন তবে দেশ অনুযায়ী সার্ভের টাকার পরিমান নির্ভর করে।
আরো একটি ভালো বিষয় হল আপনাকে এখানে বিভিন্ন সার্ভে করার জন্য বারবার বিভিন্ন সাইটে সাইন আপ করতে হবে না।
২. ক্যাশ অফারস (Cash Offers)
আপনি এখানে বিভিন্ন অফার নেটওয়ার্কের স্পন্সর করা ক্যাশ অফার পাবেন যেগুলি কমপ্লিট করেও আয় করতে পারবেন।
যেসমস্ত ক্যাশ অফারগুলি পাবেন তা হল ভিডিও দেখা, শপিং করা, ছোট সার্ভে করা, গেম খেলা, অ্যাপ ডাউনলোড করা ইত্যাদি করেও এক্সট্রা বা অতিরিক্ত আয় করতে পারবেন।
৩. টাস্কস (Tasks)
এটি হল আমার সব থেকে পছন্দের কারণ যখন আমার হাতে অল্প সময় থেকে তখন এই ছোট ছোট টাস্ক গুলি কমপ্লিট করে খুব সহজেই ইনকাম করতে পারি।
এই টাস্ক গুলি খুবই অল্প সময় নেয় তবে প্রথম প্রথম আপনার টাস্ক গুলি বুছতে ও কমপ্লিট করতে হয়তো একটু অসুবিধা হবে।
কিন্তু যখন ধীরে ধীরে বুছতে পারবেন এবং শিখে যাবেন তখন খুব সহজেই টাস্ক গুলি কমপ্লিট করতে পারবেন।
প্রতিবার যখনি সাইটে ভিসিট করবেন অবশ্যই এখানের টাস্ক গুলি চেক করে নেবেন নাহলে অন্যরা তা কমপ্লিট করে নিতে পারে।
৪. এফিলিয়েট (Affiliates)
ySense থেকে আয়ের আরো একটি ভালো উপায় হল এফিলিয়েট প্রোগ্রাম বা যাকে আমরা রেফারেল প্রোগ্রাম ও বলে থাকি।
আপনি আপনার বন্ধু, আত্মীয় এবং প্রতিবেশীকে আপনার রেফারেল লিংক প্রমোট করার মাধমেও আয় করতে পারবেন।
যখনি কেউ আপনার রেফারেল লিংক থেকে সাইন আপ করবে আপনি তার জন্য ০.১০ থেকে ০.৩০ ডলারের মধ্যে পাবেন।
এবং যখন আপনার রেফারেলসরা তাদের ৫ ডলার ইনকাম করে নেবে আপনি তার জন্য ২ ডলার বোনাস হিসাবে পাবেন।
এছাড়াও আপনার রেফারেলসরা সার্ভে, অফারস এবং টাস্ক করে যা আয় করবে আপনি সেখান থেকে ২০% একটিভিটি কমিশন হিসাবে পাবেন।
ySense থেকে সার্ভে করে আয় করা টাকা কিভাবে ট্রান্সফার করবেন?
ওয়াইসেন্স থেকে আপনার উপার্জিত টাকা আপনি বিভিন্ন উপায়ে আপনার ব্যাঙ্ক একাউন্টের মধ্যে ট্রান্সফার করতে পারেন। যেরকম,
Paypal
Payoneer
Skrill
Reward Link India
পেমেন্ট সার্ভিসের জন্য আমি পরামর্শ দেবো PayPal অথবা Skrill ব্যবহার করার জন্য কারণ ৫ অথবা ১০ ডলার হওয়ার পরে যদি তা ট্রান্সফার করতে চান তাহলে এই দুটি পেমেন্ট মেথড থেকে করতে পারবেন।
আপনাদের পরামর্শ দেবো ySense এর নিজেস্ব ব্রাউসার এক্সটেনশন বা এডঅন আছে তা অবশ্যই আপনার ব্রউজারের মধ্যে ইনস্টল করে নিন।
তারা সাথে গুগল প্লে স্টোর থেকে এর মোবাইল অ্যাপটিও নিজের ফোন ইনস্টল করে নিন এতে আপনি ফোন থেকে সার্ভে করতে পারবেন এবং নতুন সার্ভে আসলে তার প্রতি এলার্ট ও থাকতে পারবেন।
আমাদের শেষ কথা:
আপনি যদি অনলাইন কোনো ওয়েবসাইট থেকে পার্ট টাইম কাজ করে আয় করতে চান তাহলে আপনি ySense ব্যবহার করতে পারেন।
কারণ এই ওয়েবসাইটটি থেকে আপনি শুধু পকেট মানি বা রিচার্জের টাকা নয় যথেষ্ট ভালো পরিমান অর্থ আয় করতে পারবেন।
হয়তো প্রথম প্রথম আপনার আয়ের পরিমান বেশি হবে না তবে আপনি ধীরে ধীরে যত শিখতে থাকবেন এবং ySense এর কাজগুলি বুছতে পারবেন আপনার আয়ের পরিমাণও বাড়তে থাকবে।
এখানে আপনি যত বেশি সার্ভে, টাস্ক ইত্যাদি পূরণ করবেন এবং ySense এর সাথে বেশি সময় ধরে যুক্ত থাকবেন ও কাজ করবেন। ySense আপনাকে ততো বেশি হাই পেয়িং সার্ভে প্রদান করবে।
তো বন্ধুরা আশা করছি ySense থেকে অনলাইন সার্ভে করে আয় কিভাবে করবেন তা আপনারা এই বার জানতে ও বুছতে পেরেছেন।
আপনাদের যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে আমায় কমেন্ট করে জানান।
আর আপনি যদি এখনো ySense একাউন্ট না তৈরি করে থাকেন তাহলে এখনই তৈরি করে নিন এখানে ক্লিক করে।
Tagged:
Comments
Post a Comment
Waiting for your replied